"বি, এছ, চি, সাহেব!"
আমি কিছুটা অবাক হয়ে পিছনে তাকালাম। এই তো গত দুমাস আগেই এই শহরে আসছি। বি, এছ, চি, বলে ডাক এর আগে কখনো শুনিনি, শুনার কথাও কিছুনা। চেনা জানা লোকজনও তেমন নেই। তারপর আবার সাহেব বলে ডাক, কিছুটা অবাক হবারই কথা। আমার গায়ে একটা হাফহাতা কালো রঙের টিশার্ট আর নিচে একটি ট্রেক প্যান্ট। আমি সাইকেলের ওপর এক পা এবং অপর পা মাটিতে রেখে দাড়ালাম। যিনি ডাকছেন তিনি একজন ভদ্রলোক। খুব সম্ভব তিনি একজন মাষ্টার, বয়েস খুব বেশি পঁঞ্চাশ তার বেশি নয়। গায়ে তার সাদা কুর্তা। তিনি হাটছেন, তিনার হাতে একটা বেগ, খুব সম্ভব বাজারের সদাই। অপর হাতে একটা সিগারেট৷
আমি বললাম, "আমাকে ডাকছেন?"
- হ্যা।
- কিছু বলবেন?
- হ্যা, একটা কথা ছিল।
- কি কথা? টিউশনের?
- হ্যা।
- মাফ করবেন আমার হাতে সময় নেই। আপনি চাইলে আমার ফোন নম্বরটা নিয়ে নিন, পরে কথা বলবো আপনার সাথ। এখন টিউশনে যাচ্ছি ।
- ঠিক আছে সন্ধাবেলায় করব।
- আচ্ছা, ঠিক আছে।
আমি সাইকিলে চড়ে এগুতে লাগলাম।
Comments
Post a Comment