শ্রাবণ মেঘের দিন- একটি অসাধারণ চলচ্চিত্র! একটি অসাধারণ চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। ১৯৯৯ সনে মুক্তিপ্রাপ্ত ছবিটি বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা ছবি। পরিচালক হুমায়ুন আহমেদের নিজে লেখা একই নামের উপন্যাসের চিত্ররূপ হলো ছবিটি। মতি মিয়া একজন গাতক (গায়ক), পরিবার পরিজন ছাড়া জীবন যাপন তার। একটা ছোট্ট ঘরে থাকে মতি মিয়া, একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে বেচে থাকে। মুট কথা, একটা শোষিত সমাজের চিত্র তুলে ধরছে পরিচালক হুমায়ুন আহমেদ। গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্ৰে সমস্যা। শিশুদের শরীরে, মহিলাদের শরীরে ভিটামিন, মিনারেল, প্র'টিন জাতীয় পদার্থর বিরাট একটা অভাব তুলে ধরতে পেরছে শাহানার ছোট্ট বোন নীতুর মাধ্যমে। মতি মিয়াকে মনে মনে ভালবাসে ঐ গ্রামেরই কুসুম, তার গানের গলাও খুব ভাল, সে সব সময় ভাবে মতি মিয়াকে নিয়ে একটা গানের দল করে দেশে দেশে ঘুরে বেরাবে। কিন্তু ঢাকা থেকে আসা ঐ গ্রামের জমিদার নাতনি শাহানাকে প্রথম দেখা থেকেই ভালবাসে মতি, তবে জানেনা সে শাহানার মনের খবর । শাহানা তাকে একজন ভাল মানুষ হিসেবে মুল্যায়ন করে মাত্র। ঐ গ্রামের বাসিন্...